জয়পুরহাটের কালাই পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলার আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান কাজলের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহেযাগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিনফুজুর রহমান মিলন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারন-সম্পাদক ও কালাই পৌরসভার মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল সরাসরি উপস্থিত হয়ে কাজলের কর্মজীবনের ওপর আলোকপাত করেন।
বক্তারা বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ ও মানুষের জন্য কাজ করে গেছেন কাজল। তিনি আওয়ামী লীগের প্রকৃত মাঠকর্মী ছিলেন। তিনি দলের সকল কার্যক্রম শুরু করে মাঠকর্মীর দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে জনগণের সাথে সম্পৃক্ততার বিষয়টিকেই তিনি সব সময় বড় করে দেখতেন বলেও জানান উপস্থিত বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, কালাই পৌরসভার আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন মোল্লা, হাতিয় কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আমিনুল ইসলাম, জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন-সম্পাদক আ.ফ.ম. নয়ন চৌধুরী, আহম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন-সম্পাদক মো. এলিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো.তোফিকুল ইসলাম তৌহিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো.সাইফুল ইসলাম, আহম্মেদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো.শাপলা প্রমুখ।
পরে কাজলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত দোয়া পরিচালনা করেন কালাই আহলে হাদীসের ইমাম মো. সেলিম রেজা।
Please follow and like us: