এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ- দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল।
১৫ এপ্রিল রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসারের নিকট রসুলপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ সেরাজুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন। জানা যায় মোঃ সেরাজুল ইসলাম প্রয়াত চেয়াম্যান মোঃ নজরুল ইসলাম এর ছোট ভাই ও সাবেক সেনা সদস্য।
দিনাজপুর মাধ্যমকি ও উচ্চ মাধ্যমকি শিক্ষা বোডে ৮তলা প্রশাসনকি ভবনের উদ্বোধন
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর মাধ্যমকি ও উচ্চ মাধ্যমকি শিক্ষা বোর্ডের নবর্নিমিত ৮তলা প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়ছে।
রোবাবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ভবনের ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদরে হুইপ ইকবালুর রহমি এমপি। শিক্ষা বোডের নিজস্বর্ অথায়নে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ও দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধদপ্তিররে সহযোগতািয় এই প্রশাসনকি ভবন র্নমািণ করা হয়ছ।
বোড প্রাঙ্গণে দিনাজপুর মাধ্যমকি ও উচ্চ মাধ্যমকি শিক্ষা বোর্ডেও চেয়ারম্যান প্রফসরে মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি’র বক্তব্য রাখনে দিনাজপুর পুলশি সুপার মো. হামদুিল আলম বিপিএম,দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফসরে আহমদ হোসেন, সদর উপজলো পরিষদেও চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম, সদর উপজলো নির্বাহীর্ কর্মকতা মো. ফিরুজুল ইসলাম ফিরোজ, রংপুর কারমাইকলে কলজেের অধ্যক্ষ প্রফসরে ড. মো. আনোয়ার হোসেন।
দিনাজপুর শিক্ষা বোর্র্ড কমচারী ইউনয়নিরে সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী ওর্ কমচারী শিরিন আক্তাররে সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যরে মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফসরে মো. আমনুিল হক সরকার, দিনাজপুর জেলা আইনজীবী সমিতরি সভাপতি এ্যাড. মো. নুরুজ্জামান জাহানী প্রমূখ।