২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • কিডনি রোগে আক্রান্ত পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী বাঁচতে চায়




কিডনি রোগে আক্রান্ত পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী বাঁচতে চায়

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২৪, ১৯:৪১ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রতিদিন কত খবর আসে যে,কাগজের পাতা ভরে,জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগচরে” গানের কলির সাথেই মিলে যায় ইদ্রিস আলীর জীবনী। মাত্র কদিন আগেও যে মানুষটি দেশ-বিদেশের খবর পৌছে দিতে প্রতিদিন কাকডাকা ভোরে ছুটে চলতো,আজ তার খবরই কেউ রাখেনা। এমনি এক খবরের ফেরিওয়ালা দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী (৪৩)। বেশ কিছুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না। ধীরে ধীরে মৃত্যুর যাওয়া খবরের ফেরিওয়ালা ইদ্রিস বাঁচার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের হড়হড়িয়া গ্রামের দিনমজুর মো. সামসুদ্দিন মন্ডলের ছেলে ইদ্রিস আলী (৪৩)। পেশায় একজন পত্রিকা বিক্রেতা। দীর্ঘ ২৭ বছর ধরে ফুলবাড়ী পৌরশহরের বিভিন্ন বাসাবাড়ী ও প্রতিষ্ঠানে বিভিন্ন জাতীয় পত্রিকা পাঠকের কাছে পৌঁছে দিয়ে আসছেন। তার এই যৎসামান্য আয়ে স্ত্রী ও দুই প্রতিবন্ধি কন্যাসহ চার সদস্যের সংসার চলে। প্রায় ছয় মাস আগে পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলীর কিডনি রোগ ধরা পড়ে। এরই মধ্যে একটি কিডনি পুরোপুরি অকেজো হয়ে গেছে, আর একটি কিডনি প্রায় নষ্ট হওয়ার পথে বলে জানিয়েছেন তার চিকিৎসক। কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকে পত্রিকা বিক্রি করতে পারেন না,দীর্ঘদিন বাড়ীতেই শুয়ে বসে দিন কাটছে তার। ফলে অর্থাভাবে চিকিৎসাও করতে পারছেননা। এমনি করে কোনো দিন অর্থ জোগাড় হলে চিকিৎসকের ব্যবস্থাপত্রের দুই-একটি ওষুধ কিনে খাচ্ছেন।
ইদ্রিস আলীর বড় মেয়ে ইরিনা আক্তার (১৭) বাক প্রতিবন্ধী। আর ছোট মেয়ে ইয়াসমিন আক্তার ইভা (১০) জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি অসুস্থ হয়ে পড়ায় সংসার চালানো ও তার চিকিৎসার খরচ মেটানো দায় হয়ে পড়েছে,সেইসাথে বাচ্চাদের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম। সহায় সম্বল বলতে যা ছিল, বিক্রি করে এতদিন চিকিৎসা খরচ জুগিয়েছেন। অনেক ধারদেনাও হয়েছে।
অসুস্থ ইদ্রিস আলীর স্ত্রী রাবিয়া বেগম বলেন, ইদ্রিস আলীর কিডনি রোগ ধরা পড়ার পর দুই দফায় ২২ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষাসহ ওষুধ কিনতে গিয়ে এক লাখ টাকারও বেশি খরচ হয়ে গেছে। এরমধ্যে রংপুর গিয়ে কিডনি চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিয়েছেন। এ সময় তার রক্ত শূন্যতা ধরা পড়ায় তাকে দুইদিন পর পর ‘এ’ পজেটিভ গ্রুপের রক্ত দিতে হচ্ছে। টাকার অভাবে বাড়ীতেই চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়াসহ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত নিতে হচ্ছে।
ইদ্রিস আলী বলেন, চিকিৎসকরা তাকে ডায়ালাইসিস করতে বলেছেন। কিন্তু ডায়ালাইসিস করতে মাসে দুই লাখ টাকা লাগবে। ডায়ালাইসিস করার জন্য কোনো টাকা না থাকায় তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। ফলে বাড়ীতে বসে নিজের চিকিৎসা এবং স্ত্রী ও প্রতিবন্ধী দুই কন্যার অনাগত ভবিষ্যত নিয়ে চিন্তায় দিন কাটছে তার। তিনি না থাকলে তার প্রতিবন্ধী দুই মেয়ের ভবিষ্যত কি হবে? এ নিয়ে চিন্তার অন্ত নেই তার। এজন্য তিনি বাঁচতে চান। বাঁচার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন।
পত্রিকা হকার ইদ্রিস আলী তার চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবান দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। আর্থিক সহায়তা পাঠানো যাবে মো. ইদ্রিস আলী (বিকাশ নং-০১৭৩৭ ৬৮১৯৫৪ অথবা নগদ নং-০১৭৯৬ ১৭৭৮৯০)।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET