২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




কিশোরীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টার দায়ে গোলাপগঞ্জের দুই যুবক আটক

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৫ ২০২১, ১৮:৪৭ | 730 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটে ১৬ বছরের কিশোরীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টাকালে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন দুজন। গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলেটের মোগালাবাজার থানাধীন কুশিঘাট এলাকা থেকে আব্দুল আহাদ (৩০) ও মো. রুবেল আহম্মেদ (২৭) নামের এ দুজনকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৯ ।

আব্দুল আহাদ সিলেটের গোলাপগঞ্জ থানার কায়স্থগ্রামের মৃত উমর আলীর ছেলে ও  রুবেল আহম্মেদ একই থানার ফুলবাড়ী এলাকার মো. খলিল উদ্দিনের ছেলে।‌

‌‌র‌্যাব জানায়, র‌্যাব-৯ এর সদর কোম্পানি (সিলেট ক্যাম্প)-এর একটি দল জানায়, র‌্যাব-৯ এর মেজর মো. মঈনুল ইসলাম, সিনিয়র এএসপি ওবাইন ও এএসপি সোমেন মজুমদার নেতৃত্বে অভিযানে আব্দুল আহাদ (৩০) ও মো. রুবেল আহম্মেদ (২৭) নামের এ দুজনকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৯)

সিলেটের মোগালাবাজার থানাধীন কুশিঘাট এলাকার শাহজাহান রহিম মেম্বারের দোকানের সামনে থেকে ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে তারা ধর্ষণের চেষ্টা চালায় বলে জানা গেছে। পরে ওই কিশোরী ও গ্রেফতারকৃত দুজনকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET