কক্সবাজারের কুতুবদিয়া ৩০ ডিসেম্বর রাতে ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি ধুরুং বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বাজার কমিটি সংক্রান্ত, বিদ্যুৎ সমস্যা, নৈশ্য প্রহরী, বাজার পরিস্কার পরিচ্ছন্নতা, যানজট/গাড়ির পার্কিং সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে কমিটির নব সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ দ্রুত সমাধানের চেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি বাজার ও দোকান নিরাপত্তার জন্য প্রত্যেক দোকানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্হা করা হবে বলেও জানান।
এসময় বাজারের সওদাগরগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us: