
নয়া আলো ডেস্ক-
কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান তরুণ অভিনেতা আরমান চৌধুরী খুব অল্প সময়ে অভিনয় জগতে সাফল্য অর্জন করেছেন। সাফল্য যেন তার হাতে ধরাশায়ী।প্রথম সাফল্যের পর অভিশেক হলো মডেলিং জগতে রাম্পের পাশাপাশি পোশাক হাউজ গুলোতেও নজরে এসেছেন তিনি।ইতিমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজ হাতে পেয়েছেন বলেও এই প্রতিবেদককে জানান আরমান। এছাড়াও আসন্ন ঈদকে সামনে রেখে গত ৯/৮/২০১৬ ইং তারিখে ডিরেক্টর মনিরুজ্জামান সানি ও লিপু বাংলা প্রযোজনায় ঈদ ফ্যাশন শো, ও ঈদ ম্যাগাজিনের শুটিং সম্পন্ন করেছেন।যা ঈদ উপলক্ষে দেশ টিভিসহ বেশ কয়েকটি টিভি মিডিয়া প্রচারিত হবে। ‘রাইজ,আপ মেনজ পার্লার এন্ড স্প্রা এর কর্ণধার বিউটি এক্সপার্ট উদীয়মান তরুণ অভিনেতা আরমান চৌধুরী গত ৬ মে জনপ্রিয় নির্মাতা আদিত্য জনি পরিচালিত “সপ্নে জড়ানো সুরের তার”নাটকের মাধ্যমে তার অভিনয় জগত শুরু হয়।জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের মতো নিজেকে কাজের মাঝে জড়িত থেকে একজন জনপ্রিয় অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন তিনি।তার বাড়ী কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাধীন ৬ নং ওয়ার্ড ফাল্গুনকরা গ্রামে। আরমান চৌধুরী অভিনয় জগতে আরো সাফল্য কামনা করে কুমিল্লাসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন।