মো:আব্দুর রহিম বাবলু,কুমিল্লা প্রতিনিধি:– কুমিল্লায় অজ্ঞাত তরুণীর লাশের পরিচয় শনাক্তে সকলের সহযোগিতা চেয়েছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পুলিশ। বাগমারা আবুল কালাম মজুমদার কলেজের উত্তর পাশ থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় লাশটি উদ্ধার করে পুলিশ। মেয়েটির বয়স আনুমানিক ২০-২২ হবে। অনুমান করা হচ্ছে, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করে নির্জন স্থানে ফেলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত তরুণীর পরিচয় শনাক্ত করা যায় নি।মেয়েটি স্বাস্থ্যবান ও সাদা রংয়ের থ্রি পিস পরিহিত ছিল।
উদ্ধারকৃত তরুণীর কারো পরিচিত হলে যোগাযোগ করুন সদর দক্ষিণ থানার এস আই অঞ্জন কুমার নাহারে এর মোবাইলে। মোবাইল নং 01915360100।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার এস আই অঞ্জন কুমার নাহা বলেন, ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া নি।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে পরিচয় পাওয়া যেতে পারে। এছাড়া মেয়েটির পরিচয় শনাক্তে পুলিশ প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে।