কুমিল্লা প্রতিনিধি-
কুমিল্লা নগরীতে ‘কুমিল্লা মহানগর কলেজ’ নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। দুটি প্রতিষ্ঠানই ভর্তি বিজ্ঞপ্তির ব্যানার-ফেস্টুন টানিয়ে শিক্ষার্থী ভর্তি করছে। জানা যায়, নগরীর নজরুল এভিনিউর নাহার প্লাজার ষষ্ঠ তলায় একটি এবং পদুয়ার বাজার হাকিম প্লাজায় আরেকটি ‘কুমিল্লা মহানগর কলেজ’ রয়েছে। দুটিরই রয়েছে পৃথক পরিচালনা কমিটি ও শিক্ষক পরিষদ। প্রথমে নজরুল এভিনিউর ক্যাম্পাস দিয়ে কলেজটির যাত্রা শুরু। পরে নেতৃত্বের দ্বন্দ্বে পৃথক হয়ে যায়। তবে দুই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা রয়েছেন অনিশ্চয়তায়। নজরুল এভিনিউ এলাকার জিয়াউল হক নামে এক অভিভাবক জানান, বাসার পাশে কলেজ দেখে নজরুল এভিনিউ’র কুমিল্লা মহানগর কলেজে ছেলেকে ভর্তি করিয়েছি। তারা নাকি এখন পদুয়ার বাজার চলে গেছে। নজরুল এভিনিউতে যারা আছেন তাদের এখানে শিক্ষার্থী নেই। এ অবস্থায় ছেলেকে কোথাও পাঠাচ্ছি না। পদুয়ার বাজারে কুমিল্লা মহানগর কলেজের প্রিন্সিপাল আনিসুর রহমান মজুমদার সোহেল বলেন, কাগজপত্রে পদুয়ার বাজার এলাকা কুমিল্লা মহানগর কলেজের মূল ঠিকানা। নজরুল এভিনিউতে অস্থায়ী ক্যাম্পাস ছিল। একটি পক্ষ প্রভাব খাটিয়ে অস্থায়ী ক্যাম্পসটি কুমিল্লা মহানগর কলেজ বলে চালানোর চেষ্টা করছে। কলেজটি একটা সমবায় সমিতির প্রতিষ্ঠান। যারা কলেজ নিজেদের বলে দাবি করছেন তারা সমিতির কেউ নন। নজরুল এভিনিউতে অবস্থিত মহানগর কলেজের প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) মোশারফ হোসেন বলেন, মহানগর কলেজ নিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ড ভালো বলতে পারবে। বোর্ডের কলেজ পরিদর্শক তরুণ কুমার জানান, কুমিল্লা মহানগর কলেজের দুটি ক্যাম্পাস নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই। নজরুল এভিনিউ ক্যাম্পাসের পরিচালনা কমিটির সদস্য, সিটি কাউন্সিলর জমির উদ্দিন খানের দাবি, একটি পক্ষ কলেজটি নিয়ে ক্যু করছে। তারা সঠিক হলে নগরী ছেড়ে পালাতো না।