৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কুমিল্লায় কবি মহসীন ভূইয়ার একক কবিতা আবৃত্তি সন্ধ্যা




কুমিল্লায় কবি মহসীন ভূইয়ার একক কবিতা আবৃত্তি সন্ধ্যা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৮ ২০১৮, ১৮:৪৬ | 688 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রির্পোটার:
কবি মহসীন ভূইয়ার একক কবিতা আবৃত্তি ও সাহিত্য আড্ডা ৭ এপ্রিল শনিবার বিকাল ৫ টায় কুমিল্লা নগরীর রাজগঞ্জ রোডের হিলটন টাওয়ার ৫ম তলায় চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স মিলনায়তনে বিশ^ কবিতালয় পরিষদ ও জাতীয় কবিতা মঞ্চ’র কুমিল্লা জেলার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ছড়াকার জহিরুল হক দুলালের সভাপতিত্বে একক কবিতা আবৃত্তি ও সাহিত্য আড্ডায় অংশ নেন দৈনিক ডাকপ্রতিদিনের সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমান, বরুড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কবি নবীদুল হক তপন, কবি ও গবেষক আহাম্মেদ কবীর, কুমিল্লা কবি ফোরামের সভাপতি আবদুল আউয়াল সরকার, বাংলাদেশ কবি ফোরামের সভাপতি বাপ্পি মজুমদার ইউনুস, বীরমুক্তিযোদ্ধা এন এম ছাইদ আহমেদ, বীরমুক্তিযোদ্ধা শহীদুল হক, কবি জয়দেব ভট্টাচার্য্য ভুলু, কবি ফাতেমা শাহ শারমিন, মহিউদ্দিন ফাহিম, মাহমুদুল হাসান সোহেল, আবদুল হান্নান, কবি আক্কাস আল মাহমুদ হৃদয় প্রমুখ। আড্ডায় প্রাণবন্ত উপস্থাপনা করেন কবি আজিম উল্যাহ হানিফ। আড্ডায় বক্তারা বলেন- বর্তমানে দেশে শক্তিমান ও অন্যতম প্রধান কবিদের মধ্যে কবি আল মাহমুদ, নির্মলেন্দু গুন, আসাদ চৌধুরীসহ এক ঝাঁক কবি রয়েছেন। তাদের পরেও রয়েছেন ৬০, ৭০ ও ৮০ দশকের বহু কবি। যারা সাহিত্যকে অনেকখানি উপরে নিয়ে গেছেন। যা সাহিত্যের জন্য খুবই প্রয়োজন ও দরকার ছিল।  বর্তমান সময়ের তরুনসহ সকল কবিকে এই কবিদের লেখা কবিতা পড়তে হবে বেশি বেশি। এতে লেখার মান বৃদ্ধি পাবে।’ আড্ডায় কবি মহসীন ভূইয়া স্বরচিত ৪টি সনেট কবিতা আবৃত্তি করে শুনান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET