আজিম উল্যাহ হানিফ:-গতকাল মঙ্গলবার রাত ১ টা ৩০ মিনিটের সময় কুমিল্লা সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের র্ধমপুর মৌড় থেকে চৌমুহনী থেকে ভিতরে তোহা হাউজিং এলাকায় হঠাৎ করে এক ঝড়ো হাওয়া আসে। অল্প কিছুক্ষনের এই হাওয়ায় উড়ে যায় বেশ কয়েকটি ঘরের চাল। মারাত্মক ক্ষতি হয় ঘুমন্ত মানুষের। ক্ষতি হয় ব্যাপক। গতকাল বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, তোহা হাউজিং সংলগ্ন মনির মিয়ার বাড়ির সাথে বস্তির টিনসেট ঘরগুলোর টিন গুলো উড়ে লিয়াকত ভিলার ছাদের উপর তথা ৪র্থ তলায় গিয়ে আছড়ে পড়ে। এতে করে মা ও শিশু বাবা ও বৃদ্ধা মা আঘাত প্রাপ্ত হয়। এছাড়াও জাকির মিয়ার বাড়ি, জাহাঙ্গীর মিয়ার বাড়ির বেড়ার বাড়িও ক্ষতিসাধিত হয়। ভুক্তভোগীদের আহাজারিতে আকাশবাতাস ভারী হয়ে উঠেছে। একজন বিলাপ করে বলেন ‘ঘুমিড়ে ছিলাম। কিন্তু হঠাৎ এমন কান্ডে ঘুম ভেঙ্গে যায় আমার। মাত্র ২-৩ মিনিটের এই ভূমিকম্পে হতবাক আমি।’ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাদের সরকারি ভাবে ত্রানের জন্য আহবান করেছেন। এলাকার সচেতনমহলের আশা এলাকাটি সদর আসনের মাননীয় সংসদ সদস্য হাজ্বী আ ক ম বাহা উদ্দিন বাহার, উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, ইউনিয়ন চেয়ারম্যান হাজী আমিনুল হক
ও পরির্দশনে আসলে এলাকাবাসী উপকৃত হবে।