কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় পাওনা টাকা চাওয়ায় কামাল মাষ্টার (৪৫) নামে নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দেনাদার। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দিদার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আদর্শ সদর উপজেলার দিদার মার্কেট এলাকার তিশা কম্পিউটারে উজ্বল নামে এক ক্রেতা ১০০ টাকার ফটোকপি করে। এসময় কামাল মাষ্টার তার কাছে টাকা চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়। পরে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। একপর্যায় উজ্বল এর নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী ফারুক, মিজান, শহিদ, শামিম, পারবেজসহ ৮/১০জনের একটি গ্রুপ কামাল মাষ্টার এর দোকানে প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করে। এসময় কামাল মাষ্টারকে বাঁচাতে তার বড় ভাই শাহিন এবং তার ভাতিজা তানবির আসলে তাদেরকে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বলরামপুর ৫নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বিষয়টি শুনেছি।
এ বিষয় কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয় এখনো কোন মামলা হয়নি।