
আব্দুর রহিম বাবলু,কুমিল্লা প্রতিনিধি:-
জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই/মোঃ মুক্তুল হোসেন সঙ্গীয় এসআই/টিপু রায়, এএসআই/রোকনুজ্জামান. এএসআই/টিপু সুলতান, এএসআই/সৈয়দ সাইফুল ইসলাম গতকাল রাত ১৯:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন রেইসকোর্স সাকিনস্থ মেসার্স গোলাম মহিউদ্দিন এন্টারপ্রাইজ নামীয় দোকানে বিপুল পরিমান পাসপোর্ট অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে রাখার অপরাধে আসামী (০১) গাজী গোলাম শাহ পরান সজল (২৬), পিতা-শাহজাহান আহম্মেদ, সাং-ছোটরা, (০২) যুবরাজ চন্দ্র সরকার (৫৪), পিতা-গোপাল চন্দ্র সরকার, সাং-শাসনগাছা ও (০৩) মোঃ কিবরিয়া হোসেন মজুমদার (৫২), পিতা-মৃত ফয়েজ মজুমদার, সাং-কারিয়াজুরি, সর্বথানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাকে ২৪৯টি পাসপোর্টসহ গ্রেতার করেন। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় ১৯৫২ সালের পাসপোর্ট আইনের ১১(১)(ঘ) ধারায় মামলা রুজু করা হইয়াছে।