সাদ্দাম হোসেন চৌধুরী, ইপিজেড (কুমিল্লা) প্রতিনিধিঃ
দেশের অন্যতম সুনামধন্য গ্রুপ অব কোম্পানী নাসা গ্রুপের আরও একটি সহযোগী প্রতিষ্ঠান তার যাত্রা শুরু করতে যাচ্ছে। গত ৭ এপ্রিল ২০১৯ তারিখে প্রতিষ্ঠানটি স্থায়ী বন্ড প্রাপ্তির মধ্য দিয়ে উৎপাদনে আসার অনুমতি পেল। নাসা গ্রুপের কুমিল্লা ইপিজেড মুখপাত্র পরিচালক মোশারাফ হোসেন বুলবুল ও মহাব্যবস্থাপক মুজিবুর রহমান’র সাথে এ ব্যপারে কথা হলে তারা বলেন, গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এর মূল লক্ষ্য হচ্ছে দেশে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করা। এরই অংশ হিসাবে তিনি কুমিল্লা ইপিজেডে “নাসা সুপ্রিম ওয়াশ” নামে আরও একটি প্রতিষ্ঠান চালু করেন। উল্লেখ্য, এ প্রতিষ্ঠান ছাড়াও কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপের আরও ৪ টি কারখানা রয়েছে। যা দেশের বৈদেশিক মুদ্রা আনয়ন এবং প্রচুর কর্মসংস্থানে অগ্রনী ভূমিকা রাখছে। কুমিল্লা ইপিজেডে নাসা গ্রুপের ৫ টি প্রতিষ্ঠানে প্রায় ছয় হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
Please follow and like us: