প্রেস বিজ্ঞপ্তি:
গতকাল শনিবার বিকাল ৪ ঘটিকায় কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনের কনফারেন্স রুমে কুমিল্লা কবি ফোরামের উদ্যোগে ৮০ দশকের কবি রেজাউদ্দিন স্টালিনকে সংর্বধনা দেওয়া হয়। সংগঠনের সভাপতি শাহাদাত ইসলাম সবুজের সভাপতিত্বে ও ফারহানা আহমেদের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল, কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল, বিজন দাশ, নজরুল সংগীতশিল্পী এয়াকুব আলী খান, কলকাতার চিত্রপরিচালক মুজিবুর রহমান, আজাদ সরকার লিটন। এসময় উপস্থিত থেকে কবিতা পাঠে অংশ নেন আবৃত্তিকার ফাহিম, কবি আবদুল আউয়াল সরকার, খায়রুল বাশার বাঁধন, হাসান পিয়াস। উপস্থিত ছিলেন এমদাদুল হক ইয়াছিন, মো: আল আমিন, সুমন চন্দ্র রায়, ডা. খাইরুল ইসলাম সুমন, কবি নুসরাত জাহান নিশি, তাসলিমা সরকার লিয়া, ফারজানা ফাইজা, সানজিদা আক্তার, শরীফুল ইসলাম বিজয়, ইউসুফ কবিয়াল, মাহমুদ কচি, সোহাগ শান্তনুর, কবি আজিম উল্যাহ হানিফ, মো: তুহিন আহমেদ, রো. আবু নেছার উদ্দিন, ফারহানা আক্তার রিমা, সোহেল মাহমুদ, দেলোয়ার, আপন প্রমুখ।