২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




কুমিল্লা ডিবি পুলিশের নতুন ওসি নাছির উদ্দিনের যোগদান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৯ ২০১৮, ১২:০৯ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো:আব্দুর রহিম বাবলুঃ- পুলিশ পরিদর্শক নাছির উদ্দিন মৃধা কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের নবাগত অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার সদ্য বিদায়ী ওসি একেএম মনজুর আলম থেকে তিনি ওই দায়িত্বভার গ্রহণ করেন।
জেলা পুলিশের একটি বিশেষ সূত্র জানান, ২০১৪ সালে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে যোগদান করেছিলেন পুলিশ পরিদর্শক একেএম মনজুর আলম। অত্যন্ত সফলতার সাথে জেলা গোয়েন্দা পুলিশের দায়িত্ব পালনের পর তিনি জেলার মুরাদনগর থানার অফিসার ইন-চার্জ হিসেবে বদলী হওয়ায় জেলা ডিবি পুলিশের ওই পদটি শূন্য হয়।
বৃহস্পতিবার ওই শূন্যপদে যোগদান করেন পুলিশ পরিদর্শক নাছির উদ্দিন মৃধা।
ওসি নাছির উদ্দিন মৃধা ১৯৯৮ সালে পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১১ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। জেলার বরুড়া ও চান্দিনা থানা দীর্ঘ কয়েক বছর তিনি অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ওসি নাছির উদ্দিন মৃধা জানান, জেলা পুলিশ সুপার শাহ্ মো. আবিদ হোসেন স্যার সহ সিনিয়র অফিসারদের সরাসরি তত্বাবধানে ঐতিহ্যবাহী কুমিল্লার জেলায় মাদক-জঙ্গিবাদ নির্মুল এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করবো। এতে সকলের সহযোগিতাও কামনা করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET