আজিম উল্যাহ হানিফ:
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় কুমিল্লা আর্ট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কুমিল্লা নাট্যদলের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাজী নাছির উদ্দিন শচীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত বিন কামালের র্সাবিক পরিচালনায় এবং সংগঠনের সদস্য জান্নাতুল ফেরদাউস হাসির প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ফরিদ উদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন নাট্যদলের সদস্য সচিব কুমিল্লা কবি ফোরামের সাধারণ সম্পাদক আবদুল কাইউম আশিক, সদস্য মেহরাজ। উপস্থিত ছিলেন- ডা. মাহমুদ, ডা. মাসুম তানভীর, ডা.রায়হান উদ্দিন, নুসরাত নূর, ডা. মারিয়া, সহ সভাপতি মো: আরিফ,সহ সভাপতি শেখ সাঈদ , সাংগঠনিকসম্পাদক জাবির, শাহীন, জিন্টু,রুহুল, রিমা প্রমুখ। উল্লেখ্য যে, গত ১ লা মে ছিল সংগঠনটির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।