
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা চলে। এ ঘটনায় আগামী ১১ জানুয়ারি পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ঘটনা তদন্তে কলেজের উপাধ্যক্ষ ডাক্তার জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Please follow and like us: