প্রেস বিজ্ঞপ্তি:
আজ শুক্রবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে সাহিত্য-সাংস্কৃতিক মনা লেখক ও কবিদের সমন্বয়ে বৃহত্তর কুমিল্লায় নতুন লেখক লেখিকা ও কবিদের খুঁজে বের করার ও তাদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রংধনু কবি নজরুল সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। আর সংগঠনটির ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে রুপম হাসানকে আহবায়ক ও আরিফ আজগরকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির বাকী সদস্যরা হলেন-এইচ পি আজিম,আতিকুর রহমান ইমরুল,রুস্তম আলী, সোহেল ফকির, শাহীন ভূইয়া, মো: এহছাক, এনামুল শিকদার, আজিম উল্যাহ হানিফ। সদস্যরা হলেন- ইউসুফ কবিয়াল, মো: রিপন, হিমু । উল্লেখ্য যে আগামী ৩ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।