
সৈয়দ মুন্তাছির রিমন : কুলাউড়ার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ টুম্পা দাস অনার্স ফাইনাল পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে চমক দেখিয়েছেন। চলতি বছর কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অংশ গ্রহন করেন। টুম্পা এর আগে কুলাউড়া মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয় (বর্তমানে উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়) থেকে এসএসসি ও কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বাল্যকাল থেকেই টুম্পা লেখাপড়ার পাশাপাশি গান করতেন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার সিলেটের নিয়মিত শিল্পী ও উদীচি শিল্পী গোষ্ঠি কুলাউড়া শাখার সাংস্কৃতিক সম্পাদক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।