
সৈয়দ মুন্তাছির রিমন :- কুলাউড়া বাজারের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাড়ে ৭ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক আইপি সিসিটিভি স্থাপনের মাধ্যমে কুলাউড়া বাজারের প্রায় ৩ কিলোমিটার এলাকা নিরাপত্তা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। বাজারের প্রধান সড়কসহ গুরুত্বপূর্ন ২৫ টি পয়েন্টে ক্যামেরা স্থাপন করা হয়েছে। মনিটরিং করবে কুলাউড়া থানা প্রশাসন। কুলাউড়ার কৃতী সন্তান ইষ্টকোষ্ট গ্র“প ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরীর অর্থায়নে এ প্রকল্পটি চালু হয়। সার্বিক ব্যবস্থাপনা করছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি। প্রকল্পটি বাস্তবায়ন করে কুলাউড়া ব্রাদার্স টেলিকম এন্ড কম্পিউটার ওয়ার্ল্ড।
১৩ জানুয়ারি শনিবার দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি আজম জে চৌধুরী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন এমপি।
কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীমের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানজিল চৌধুরী, পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ ও নেহার বেগম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মূসা, জেলা পরিষদ সদস্য আব্দুল মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, এনসি স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেন, রাবেয়া স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, ডাঃ হেমন্ত পাল, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই প্রমুখ।