
মো.নাজমুল হাসান নাহিদ
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের তেকালা মধ্যপাড়া গ্রাম থেকে ছয়টি হাত বোমা সহ দু’জনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
জানাগেছে গত রাতে এলাকার আদাবাড়ীয়া ইউনিয়নের তেকালা মধ্যপাড়া গ্রাম থেকে ছয়টি হাত বোমা সহ বাবুল মন্ডল (৫০) ও ইকাসতুল্লাহ (৩৮) কে গ্রেফতার করে পুলিশ। বাবুলের বাড়ী মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাজীপুর হাজীপাড়া গ্রামে, তার পিতার নাম বক্স মন্ডল ও ইকাসতুল্লাহ গাংনী উপজেলার ইন্দা বাগান পাড়া গ্রামে তার পিতার নাম ফয়েম উদ্দীন।
দৌলতপুর থানার ওসি মোল্লা মোঃ খবির আহাম্মেদ জানান গত রাতে তেকালা ক্যাম্পের আই সি আসাদ সংগীয় ফোর্স নিয়ে অভিযানে গেলে ঐ সময় কয়েক জন দূর্বৃত্ত একটি বোমা বিস্ফরণ ঘটায়, পরে পুলিশ ধাওয়া করলে দু’জন সন্ত্রাসী কে আটক করে, তাদের কাছে থাকা ব্যাগ তল্লাসী করে ছয়টি তাজা হাত বোমা উদ্ধার করে পুলিশ।
জানাগেছে গাংনী থানায় তাদের নামে বিস্ফোরক দ্রব্য আইনে ৩টি মামলা আছে। বাবুল ২০১২ সালে আদাবাড়ীয়ার তেকালা গ্রামে আকালের বাড়ীতে গরু চুরি করতে এসে বোমা ফাটিয়ে আকালের স্ত্রী খুকি (৩৫) কে হত্যা করে। এ ঘটনায় ঐ সময় একটি হত্যা মামলা হয়। বোমা উদ্ধারে দু’জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়েছে।