কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে এক ওয়ারেন্ট আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ওই আসামীর হামলায় এ এসআই গোলাম রসূল হ্যান্ডকাপের আঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
রবিবার দুপুর আড়াইটার দিকে খোকসা উপজেলার মানিক কাট গ্রামে এ অভিযান চালানো হয়। ওয়ারেন্ট আসামি হলেন মানিককাট গ্রামের মৃত হেকমত শেখের ছেলে সিদ্দিক সেখ (৩০) কে গ্রেপ্তার করতে গেলে তার স্ত্রী হ্যাপি আক্তার (২৩) ও তার মা, এ এসআই গোলাম রসুলকে পিছন থেকে ঝাপটে ধরেন ওই সুযোগে পুলিশের হাত থেকে ছুটে গিয়ে হ্যান্ডকাপ কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ সদস্য ও স্থানীয় জনগণ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবং তার মাথায় তিনটি সেলাই লেগেছে বলে জানা গেছে।
পরে ওয়ারেন্ট আসামি মোঃ সিদ্দিক সেখ (৩০) ও তার স্ত্রী হ্যাপি আক্তার (২৩) কে গ্রেফতার করে খোকসা থানা হেফাজতে রাখেন।
এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন পুলিশের গায়ে হাত দেওয়া একটি চরম অন্যায় করেছে। এর অবশ্যই কঠিন শাস্তি হওয়া দরকার, থানায় মামলা প্রক্রিয়াধীন।