এন.এইচ.নাহিদঃকুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় শুরু হচ্ছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা।সারাদেশের ন্যায় ভেড়ামারা থানাতেও অনুষ্ঠিত হচ্ছে এই উন্নয়ন মেলা।উক্ত মেলা আজ সকাল ১০.০০ টার সময় গন-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করেন এবং দেশবাসীর উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন।এবং সকাল ১১.০০ টার সময় ভেড়ামারা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয় এবং ভেড়ামারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে র্যালিটি শেষ হয়।উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল মারুফ,ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা।ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান জনাব তৌহিদুল ইসলাম আলম সহ আরো অনেকে।উক্ত মেলাটিতে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ টি স্টল বসানো হয়েছে।যেখান থেকে সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়া যাবে বিগত দিন এবং আগামী দিনের বিভিন্ন উন্নয়ন মূলক তথ্য।
উক্ত মেলা সম্পর্কে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার বলেনঃসারা দেশের ন্যায় আমরাও আমাদের প্রাণ-প্রিয় উপজেলা ভেড়ামারাতেও এবারও এক উন্নয়নমেলার আয়োজন করছি।আমাদের এখানে বিভিন্ন স্কুল,কলেজ,পৌরসভা,ইউপি,সহ বিভিন্ন সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ টি স্টল বসানো হয়েছে।যেখান থেকে সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়া হবে বিভিন্ন উন্নয়ন মূলক তথ্য।এছাড়াও তিনি ভেড়ামারা উপজেলা সহ ভেড়ামারা আশেপাশের সর্বসাধারণকে উন্নয়ন মূলক মেলায় আসার জন্য অনুরোধ করেছেন।
ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা বলেনঃআমরা জনগনের প্রতিনিধিরা জনগন ও জনগনের নিত্যপ্রয়োজনীয় জিনিস সহ এলাকার এবং সার্বিক যে উন্নয়ন করা দরকার সে কাজ কতটুকু করেছি বা করছি সেটা সকলেই জানেন।এবং যারা জানেন না তারা এই উন্নয়ন মেলাতে এসে জেনে যান এবং দেশ ও জাতির উন্নয়নে সার্বিক ভাবে সহায়তা করুন।
উন্নয়ন মেলায় ভেড়ামারা পাইলট মডেল বিদ্যালয়ের দেওয়া স্টল থেকে উক্ত বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক জনাব আব্দুল জব্বার জানানঃযে,আমাদের বিদ্যালয়ের বিগত উন্নয়ন ও ভবিষ্যতের বিভিন্ন উন্নয়ন মূলক কমকান্ড হাতে নিয়ে উক্ত মেলায় যোগ দিয়েছেন।উক্ত মেলাটি ১১ জানুয়ারী ২০১৮ থেকে ১৩ জানুয়ারী ২০১৮ পর্যন্ত চলবে।