
মো.নাজমুল হাসান নাহিদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।। কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিমতলা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আক্তারুল ইসলাম ওরফে ব্রিটিশ (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এসময় একটি এলজি বন্দুক, দুই রাউন্ড রাইফেলের গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ সদস্যরা। পুলিশ জানায়, ব্রিটিশ একজন ‘কুখ্যাত’ ডাকাত। গত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত ব্রিটিশ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বড় বাড়িয়া এলাকায় সামছুল ইসলামের ছেলে। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নিমতলা এলাকায় ১০ থেকে ১২ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীর সহায়তায় ব্রিটিশের পরিচয় নিশ্চিত করে পুলিশ। কাজী জালাল আরও বলেন, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক, দুই রাউন্ড রাইফেলের গুলি ও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।