২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • কুষ্টিয়ায় আরো ১৭ জনসহ মোট করোনায় মৃত্যু ৩২৮ জন, মোট শনাক্ত ১০ হাজার ৩০৫ জন




কুষ্টিয়ায় আরো ১৭ জনসহ মোট করোনায় মৃত্যু ৩২৮ জন, মোট শনাক্ত ১০ হাজার ৩০৫ জন

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জুলাই ১১ ২০২১, ১৯:১৩ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় একই রকম রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৩ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়। আজ রোববার (১১ জুলাই) সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। চিকিৎসকরা বলছেন, যদিও গোটা হাসপাতাল এখন রোগীতে ঠাসা।এরপরেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জোর চেষ্টা অব্যাহত রেখেছি আমরা। অচিরেই বর্তমান পরিস্থিতি নিয়ন্রণে আসবে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসকেরা। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে  আজ রোববার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ২৮৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৭ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৯৮ জন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান,  গত এক সপ্তাহে জেলায় প্রায় দুই হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৮ শতাংশ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এম এ মোমেন জানান, গত মাস থেকে করোনার ভয়াবহ উর্দ্ধমুখী সংক্রমন দেখা দিয়েছে। যা ক্রমশঃ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। চিকিৎসা সেবা সংশ্লিষ্ট সকলের সমবেত চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে জোর চেষ্টা অব্যাহত রয়েছে। ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত লকডাউনের আজ রোববার ১১তম দিনে গতকালকের ন্যায় ঢিলেঢালা ভাবে চলছে আজকের লকডাউন।
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৯২ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭দশমিক ৪৬ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩০৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৩০ জন। মৃত্যের সংখ্যা ৩২৮ জনে। নতুন করে শনাক্ত হওয়া ২৪৫ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ১০৪ জন, দৌলতপুর উপজেলায় ৫৩ জন, কুমারখালী উপজেলায় ১৬ জন, ভেড়ামারা উপজেলায় ৩৬জন, মিরপুর উপজেলায় ১৯ জন ও খোকসা উপজেলায় ১৭ জন। এখন পর্যন্ত জেলায় ৭১ হাজার ৪১৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৬৮ হাজার ১৭৫ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৪৪৭ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৬৬ জন এবং হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ১৮১ জন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET