
মো.নাজমুল হাসান নাহিদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।। কুষ্টিয়ায় বেসরকারী স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের জাতীয় মূল বেতনের বার্ষিক ৫% বৃদ্ধিসহ চাকুরী জাতীয়করণের দাবীতে বিক্ষোভ র্যালী ও স্বারকলিপি প্রদান করেছে। সোমবার বেলা সাড়ে ১১টার সময় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠের সামনে বাংলাদেশ বেসরকারী স্কুল-কলেজ ও মাদ্রাসার স্বাধীনতনা শিক্ষক পরিষদের আয়োজনে এ র্যালী ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী শিক্ষক-কর্মচারীদের সংগঠন স্বাধিনতা শিক্ষক পরিষদের আহবায়ক আব্দুস সাত্তারের নেতৃত্বে র্যালীতে জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রসার শিক্ষক-শিক্ষিকারা অংশ নেই। পরে র্যালীটি পাবলিক লাইব্রেরীর সামনে থেকে ডিসি কোর্ট চত্বরে যেয়ে শেষ হয়। পরে ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল কুষ্টিয়ার জেলাপ্রশাসক জহির রায়হানের হাতে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। এর আগে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠিত হয়। সেখানে বক্তরা বলেন, বেসরকারী শিক্ষক কর্মচারীবৃন্দ দীর্ঘদিন যাবৎ পেশাগত বিভিন্ন সযোগ-সুবিধা থেকে বঞ্চিত অথচ বেসরকারী শিক্ষকদের নিকট শিক্ষা গ্রহণ করে ৯৫% শিক্ষার্থী। বর্তমান প্রেক্ষাপটে দেশের সরকারী ও বেসরকারী শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার ক্ষেত্রে রয়েছে বড় ধরনে বৈষম্য। বক্তরা আরো বলেন, বেসরকারী শিক্ষক কর্মচারীদের জন্য এটা শুধু দূ:খজনকই নয় দূ:র্ভাগ্যও বটে। সরকার সরকারী শিক্ষক-কর্মচারীদের বয়স সীমা ২ বছর বাড়ালেও তাদের বয়স বাড়ায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিট্যাল বাংলাদেশ গড়ার লক্ষে বেসরকারী শিক্ষকদের সুবিধা গুলো বিবেচনার জরুরী প্রয়োজন। শিক্ষাকে সার্বজনীন করতে হলে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের কোন বিকল্প নেই বলে তারা জানান।