রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে ঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের বাদ দিয়ে নতুন শ্রমিক নেয়ার চেষ্টা। প্রতিকার চেয়ে চেয়ারম্যান, ইউপি সদস্য ও প্রকল্প বাস্তবায়ন অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।
অভিযোগে জানা গেছে, উপজেলার পাথরডুবি ইউনিয়নে বিগত ৩ বছর থেকে ৩৯৩ জন হত দরিদ্র শ্রমিক ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে কাজ করে আসছে। চলতি বছর কাজ শুরু করার সময় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু,ওয়ার্ড সদস্যরা মিলে কর্মরত প্রত্যেক শ্রমিকের নিকট ২/৩ হাজার করে টাকা দাবী করে। শ্রমিকরা টাকা দিতে অস্বীকার করায় উক্ত ইউপির চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যরা তাদের নিয়ে কাজ করা বন্ধ করে টাকার বিনিময়ে নতুন শ্রমিক নেয়ার চেষ্টা করলে শ্রমিকরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রবিউল ইসলামকে জানান। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও চেয়ারম্যানের পক্ষ নিয়ে কথা বলেন।
পরে শ্রমিকরা উক্ত চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও প্রকল্প বাস্তবায়ন অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গত ১ জানুয়ারী/২০১৮ এলজিআরডি মন্ত্রী, কুড়িগ্রাম জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন অফিসার রবিউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
পাথরডুবি ইউনিয়ন পরিষদ দেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু বলেন, তাদের বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়।
উল্লেখ্য গত বছরেও উক্ত চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু ও ওয়ার্ড সদস্যরা বিনা কারনে শ্রমিকদের বাদ দিয়ে টাকার বিনিময়ে শ্রমিক নেয়ার চেষ্টা করলে ভুক্তভোগী শ্রমিকরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় পুনরায় তাদের দিয়ে কাজ করাতে বাধ্য হয়।