
রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে:- কুড়িগ্রামের ফুলবাড়ি ফুলমতি সীমান্তে পাচারের সময় ভারতীয় ৬টি গরু আটক করেছে বিজিবি। আটক গরুগুলোর মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৭ টায় ফুলমতি সীমান্তের অর্ন্তজার্তিক সীমানা পিলার ৯৩০/৮এস এর পাশ দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে গরু বাংলাদেশে পাচারের সময় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনস্থ গোড়কমন্ডল বিওপির বিজিবি হাবিলদার সোলায়মান সঙ্গীয় বিজিবি সদস্য নিয়ে চোরাকারবারিদের ধরতে ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা ভারতীয় ৬টি গরু ফেলে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা গরুগুলো আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ শিমুলবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয় গরু কাস্টমস্ অফিসের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে। এসব গরুর মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।