রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে ঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রংপুর রাজস্ব বিভাগ কর্তৃপক্ষ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০১৮ উপলক্ষ্যে ৩ সহ¯্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। ব্রহ্মপুত্র চরখ্যাত হাতিয়া ইউনিয়নে ছিন্নমুল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টায় জেলার উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ ঘেঁষা হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে রংপুর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আহসানুল হকের উপস্থিতিতে ৩ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-রংপুর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর যুগ্ম কমিশনার ফজলুল হক, সহকারি কমিশনার রেজভী আহম্মেদ, কুড়িগ্রাম কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট’র সহকারি কমিশনার সুশান্ত পাল, রাজস্ব কর্মকর্তা আইয়ুব আলী, ফরিদুল আলম ও হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রমূখ।