৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




কুড়িগ্রামে আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০১৮, ১৬:৪৪ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম ঃ
কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার ৩০০ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা এতে অংশগ্রহণ করেন। ভাল কাজের পুরষ্কার স্বরুপ সদস্য-সদস্যাদের মাঝে ১৬টি পুরুষ বাইসাইকেল, ১৮টি সেলাই মেশিন ও ৫টি কেরামবোর্ড প্রদান করা হয়।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ পরিচালক কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আনসার সেবাপদকপ্রাপ্ত রৌমারীর সাবেক উপজেলা আনসার কোম্পানি কমান্ডার কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-কুড়িগ্রামে সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, উলিপুর শাখার ব্যবস্থাপক আবু সালেহ মোঃ বায়েজিদ হোসাইন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মোঃ মঞ্জিল হক।
কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিবেদন পাঠ করেন উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন দলনেতা মোঃ শাহাজালাল ও নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়ন দলনেত্রী মোছাঃ মাসুমা সুলতানা। পবিত্র কোনআন থেকে তেলওয়াত করেন রাজারহাট উপজেলার মীরেরবাড়ী গ্রামের ভিডিপি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং গিতা পাঠ করেন কুমার বিশ্বজিৎ।
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শ্রী কল্যাণ কুমার সান্যাল এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দার হোসেন।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নাগেশ্বরীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাষ চন্দ্র, রাজিবপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, উলিপুরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, কুড়িগ্রাম সদরের উপজেলা প্রশিক্ষিকা শান্তি রাণী, উপজেলা প্রশিক্ষক মোঃ মাইদুল ইসলাম মুরাদ, ভুরুঙ্গমারীর উপজেলা প্রশিক্ষিকা হরিদাশী, উপজেলা প্রশিক্ষক শরিফুল ইসলাম, রাজারহাটের উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ সাজেদা খাতুন, উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, নাগেশ্বরীর উপজেলা প্রশিক্ষিকা জেসমিন নাহার, উপজেলা প্রশিক্ষক এরশাদুজ্জামান, উলপুরের উপজেলা প্রশিক্ষিকা জাহানুর বেগম, উপজেলা প্রশিক্ষক মোকতার হোসেন, রাজিবপুরের উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ নুরজাহান, চিলমারীর উপজেলা প্রশিক্ষক ওবাইদুর রহমান, মনিটরিং মাঠকর্মী মজাহারুল ইসলাম, ব্যাটালিয়নের পিসি জুলহাস, এপিসি দেলোয়ার হোসেনসহ অন্যান্য ব্যাটালিয়ন সদস্য ও প্রশিক্ষণার্থীবৃন্দ।
সমাবেশ শেষে আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET