রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে :- র্যালি, কেককাটা, আলোচনা ও গুণী শিক্ষককে সন্মাননা দেয়ার মাধ্যমে কুড়িগ্রামে কালেরকণ্ঠের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শহরের কলেজ রোড থেকে একটি র্যালি বের হয়। পরে প্রবীণ হিতৈষী সংঘ মিলনায়নে কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, মুক্তিযোদ্ধা আব্দুল হাই বীরপ্রতীক, কুড়িগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সামিউল হক নান্টু প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন-জেলা শুভ সংঘের সভাপতি খন্দকার খায়রুল আনম। পরে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: খলিলুর রহমানকে সন্মাননা প্রদান করা হয়।