কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম ঃ
মাটিকে ফসল উপযোগী করতে জৈব ও রাসায়নিক সারের সুষম ব্যবহারের মাধ্যমে মিশ্র সার ব্যবস্থা চালু করতে কুড়িগ্রামে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম খামারবাড়ি ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার কাঁঠালবাড়ির খালিশা কালোয়া গ্রামে টেকসই মাটি ব্যবস্থাপনা প্রকল্পের দিনব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন-কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো: আব্দুর রাশিদ। এ সময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা কৃষি অফিসার মো: কামরুজ্জামান, অতিরিক্ত উপ পরিচালক জাহিদুল ইসলাম চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে ৩০জন কৃষক, কৃষাণী ও সার বিক্রেতাকে প্রশিক্ষণে সহায়তা করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ড. শাহরুক আহম্মেদ ও মৃত্তিকা বিজ্ঞানী মাইনুল আহসান।