রাশিদুল ইসলাম,কুড়িগ্রাম থেকেঃ- স্বপ্নগুলো মেলুক ডানা, গণিত নিয়ে আর নয় ভাবনা। এই স্লোগানকে প্রতিপাদ্য করে মাধ্যমিক স্তরে শিক্ষার্থিদের মেধা বিকাশে সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামে গণিত মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় মধ্য কুমরপুর গালস স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়।
ব্রাক শিক্ষা কর্মসূচির সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আমিন আল পারভেজ। মধ্যকুমরপুর গালস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক শিক্ষা কর্মসূচির এরিয়া ম্যানেজার রাজিয়া খাতুন, ব্যবস্থাপনা পরিষদের সভাপতি সাহাব উদ্দিন । এছাড়াও মেলায় শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।
গনিত মেলায় বিভিন্ন স্কুলের ২০ টি স্টল অংশগ্রহন করে।