রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে ঃ
কুড়িগ্রামে সূর্যের হাসি ক্লিনিকে অনিয়ম, দুর্নীতি ও জোরপূর্বক কর্মকর্তা-কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরীচ্যুতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ক্লিনিকের চাকুরীচ্যুত হওয়া ৭জন কর্মকর্তা ও কর্মচারী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্লিনিকের চাকুরীচ্যুত প্যারামেডিক ডাক্তার রাশিদা আক্তার।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মরহুমা ডাক্তার হুমায়রা খানম-এর প্রতিষ্ঠিত উন্নত পরিবার গঠন মহিলা সংস্থার পরিচালনায় সূর্যের হাসি ক্লিনিকের কিছু কর্মকর্তা বিভিন্ন অনিয়মের মাধ্যমে টাকা আত্মসাৎ ও নানা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। এর প্রতিবাদ করায় ক্লিনিকের ৭জন কর্মকর্তা-কর্মচারীকে ডেকে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নিয়ে চাকুরীচ্যুত করা হয়। নিয়ম বর্হিভুতভাবে চাকুরী থেকে অব্যাহতি দেয়ায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে সরকারি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান ডাক্তার রাশিদা আক্তার।
# ছবি সংযুক্ত