রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকেঃ
জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে কুড়িগ্রামে বর্ণাল্য র্যালি ও শোভাযাত্রা। দিনটিকে ঘিরে জেলা জাতীয় পার্টি নানা কর্মসূচি পালন করে।
সোমবার সকাল ১০টায় সবুজপাড়াস্থ জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরবর্তীতে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নবাব আলী, যুগ্ম আহবায়ক এস.কে বাবু আহমেদ, জেলা যুব সংহতির সভাপতি আলহাজ্ব মহসিন সাবু, উপজেলা সভাপতি সাইদুল হক, পৌর শাখার সভাপতি আমিনুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য অধ্যাপক শামছুজ্জোহা সাজু চৌধুরী, কুড়িগ্রাম পৌর কমিটির সহ-সভাপতি মোঃ শের আলী, সহ-সম্পাদক মজিদুল ইসলাম, যুব সংহতির যুগ্ম সম্পাদক ইকবাল, সম্পাদক মশিউর রহমান রঞ্জু প্রমূখ।