
রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে ঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ ও বিরোধী দলীয় চীফ হুইপ এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরীর পক্ষে কুড়িগ্রামে ৫ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চরাঞ্চলের ছাটকালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নবাব আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-শ্রমিক পার্টির সভাপতি মজনুজামান মজনু, জাতীয় পার্টির নেতা হোসেন আলী মাষ্টার, মিজানুর রহমান, হামিদুল ইসলাম, হলোখানা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।