
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নে জমির পাকা ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নুর আমিন (৬০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ ব্যক্তি। এলাকাবাসী ও পুলিশ জানায়, সাবেক ইউপি চেয়ারম্যান শওকত আলী গংদের সাথে ১ একর ৭১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল নুর আমিন গংদের। গত শুক্রবার বিরোধপুর্ণ জমিতে নুর আমিন গংরা ধান কাটতে গেলে শওকত আলী গংরা লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় নুর আমিনসহ ৬ জন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসক নুর আমিনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। শনিবার বিকেলে নুর আমিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজালুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- এ ঘটনায় ১৩জনকে আসামী করে মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের সর্বাত্মক প্রচেষ্টা চলছে।