রাশিদুল ইসলাম,কুড়িগ্রাম থেকেঃ- কুড়িগ্রামে পুলিশি প্রহরায় অনুষ্ঠিত হলো বিএনপির প্রতিবাদ সভা। বিএনপি’ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় এর প্রতিক্রিয়ায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সভা করে কুড়িগ্রাম জেলা বিএনপি, অংঙ্গ ও সহযোগি সংগঠন।
শনিবার সকাল সাড়ে ১১টায় কঠোর পুলিশি প্রহরার কারণে বিক্ষোভ মিছিল করতে না পেরে কুড়িগ্রাম জাহাজ ঘর মোড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদর উপজেলা বিএনপি সম্পাদক মাহবুবুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সহ জেলা ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামীলীগ সরকার প্রমাণ করেছে তারা স্বৈরাচারী শাসক। জনগণ তাদের পাশে নেই। তাদেরকে টিকে রেখে পুলিশ-প্রশাসন। খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের জন¯্রােত দেখে আওয়ামীলীগ ভীত-কম্পিত। এ কারণেই তাকে জেলা পাঠানো হয়েছে। অতি শীঘ্রই দুর্বার আন্দোলনের মাধ্যমে বিএনপির চেয়ারপারসনকে মুক্ত করা হবে।