
রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে ঃ
কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের দেয়া ঘর পেয়ে ২৭৩ জন প্রতিবন্ধি ও বাস্তুহারা ভিক্ষুকরা মহা খুঁশি। এই ঘর পেয়ে সামাজিকভাবে নিজেদেরকে সুখি মনে করছে এসব বাস্তুহারা অসহায় মানুষগুলো।
জানা গেছে, জেলার উলিপুর উপজেলায় ২’শ ৭৩জন বাস্তুহারা প্রতিবন্ধি ও ভিক্ষুক পরিবারের মাঝে
পধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের টিনশেড ঘর বরাদ্দ করা হয়। এমনই এক পরিবার গুল্লু শেখ। বুধবার প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের টিনসেড ঘরে থাকা গুল্লু শেখকে ডাকতেই বেরিয়ে আসেন তিনি। মুখে হাসির ঝলক, চোখে মুখে প্রশান্তির ছাপ। ঘরের বারান্দায় বসে ডাকেন পরিবারের সবাইকে। বলেন, ‘আইজ হামাক খুবেই ভাল নাগছে, শেখের বেটি হামাক এ ঘরটা দিছে। মোর কবরটাও এলা মোর বাড়ীত হইবে। কাইও কবার পাবার নয়, হামার কিছু নাই’।
গুল্লুর মত প্রধানমন্ত্রীর ঘরবাড়ি পেয়ে বাস্তুহারা দূর্বিসহ জীবন থেকে মুক্তি পেয়েছে হাতিয়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বিধবা ভিক্ষারি তারামনি, কলাতিপাড়া গ্রামের আদরি বেগম, নয়াগ্রামের বিধব ভিক্ষারি আছমা বেওয়া, থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামের ভিক্ষারি মকবুল হোসেন সহ ২৭৩ জন। আশ্রয়হীন এসব পরিবার খুঁজে পেল নুতুন ঠিকানা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান জানায়, আশ্রায়ন প্রকল্পের অধীনে ইউনিয়ন পরিষদের বাস্তহারা তালিকা মোতাবেক তাদের ঘরবাড়ি প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে এসব বাস্তুহারা মানুষদের খুঁজে বের করে তাদের পুর্নবাসন করা হয়েছে।