রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে:- কুড়িগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শাপলা চত্বর সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান শেষে এক মিনিট নিরবতা পালন করে। এরপর বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে একটি র্যালী শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আলোচনা সভা আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব জাফর আলী, সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ।