রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে:- কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদ্যাপন। এ উপলক্ষে সকাল সাড়ে আটটায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিল্পপতি পনির উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা করে। শোভাযাত্রা শেষে শিল্পপতি পনির উদ্দিন আহমেদ দেশ ও জেলার সর্বস্তরের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং মঙ্গল কামনা করেন।
বৈশাখ উপলক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা চত্বর, নাগেশরীর ভিতরবন্দ জমিদার বাড়িসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ধরলা নদী পাড়ে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব।