রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে ঃ ১৫.০১.২০১৮
কুড়িগ্রামে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করে চরম বিপাকে পড়েছেন এক চা দোকানি ও তার পরিবার। মামলা করে ১ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছেন বাদি আনোয়ার হোসেন। মামলাটি ডিবি পুলিশ ও কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জের মাধ্যমে উচ্চতর তদন্ত করলেও টাকার বিনিময়ে বার বার বিবাদির পক্ষেই তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ করেছেন অসহায় চা দোকানি আনোয়ার হোসেন। এ নিয়ে পুনরায় বিজ্ঞ আদালতের হস্তক্ষেপ এবং ন্যায় বিচারের স্বার্থে মামলার উচ্চতর তদন্ত দাবি করছেন পরিবারটি।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কৃষ্ণপুর বকসীপাড়া গ্রামের মৃত আসাদ আলী সরকারের পুত্র ইমতিয়াজ মোনায়েম পারভেজ বর্তমানে সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখায় কর্মরত আছেন। ইমতিয়াজ মোনায়েম তার প্রতিবেশি দিনমজুর আনোয়ার হোসেন কাজের সন্ধানে বাড়ির বাইরে থাকার সুবাদে তার সুন্দরী স্ত্রী রোজিনা বেগমকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশার কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রোজিনা বেগম রাজি না হলে গত ৩০/০৯/২০১৬ইং রাতে ইমতিয়াজ কৌশলে রোজিনা বেগমের ঘরে প্রবেশ করে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় রোজিনা বেগমের চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে ইমতিয়াজ মোনায়েমকে ধরে ফেলে। পরে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ইমতিয়াজের বিচারের কথা বলে তাকে ছাড়িয়ে নিয়ে যায় এবং বিচার শালিস বসাতে টালবাহানা করতে থাকে।
আনোয়ার হোসেন গ্রামের মাতব্বরদের নিকট দীর্ঘ সময় ন্যায় বিচারের আশায় ঘুরেও বিচার না পেয়ে গত ২০/১০/২০১৬ইং কুড়িগ্রাম বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় একটি পিটিশন মামলা দায়ের করে।
কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন আদালতে আনোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ রোজিনা বেগম মামলা দায়ের করার পর থেকেই আসামী পারভেজ ও তার আত্মীয় স্বজনেরা আনোয়ার হোসেনের পরিবারকে নানাভাবে প্রাণনাশের হুমকির পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন চালাতে থাকে। শুধু তাই নয় ঐ ব্যাংক কর্মকর্তার নামে ধর্ষণ চেষ্টার মামলা দায়েরের পরপর বাদি আনোয়ার হোসেন ও তার স্ত্রীর নামেও দুইটি মামলা দায়ের করে আসামী ইমতিয়াজ। এ অবস্থায় জীবনের নিরাপত্তাহীনতায় ঘর-বাড়ি ছেড়ে স্ত্রী সন্তানকে নিয়ে দীর্ঘ ১ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছেন আনোয়ার হোসেন।
এ ব্যাপারে রোজিনা বেগমের স্বামী অভিযোগকারী আনোয়ার হোসেন বলেন, আমি জীবন নাশের আশংকায় প্রভাবশালীদের ভয়ে দীর্ঘ ১ বছর ধরে বৌ-বাচ্চা নিয়ে নিজের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। বাড়িতে যেতে পারছি না। আমার নামে ২টা মিথ্যা মামলা দিয়েছে। তারা বিভিন্ন ভাবে এখনও আমাকে হুমকি, ধামকি দিয়ে আসতেছে। তারা মামলার তদন্তকারী কর্মকর্তাকে টাকা দিয়ে তাদের পক্ষে রায় নেয়ারও হুমকি দিয়ে আসতেছিল। প্রথম দফায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এসআই গোলাম মওলা আমার নিকট ২০ হাজার টাকা দাবী করে। আমি মাত্র ৪ হাজার টাকা দেওয়ায় আসামীদের পক্ষে তদন্ত রিপোর্ট জমা দেয়। পরে ঐ তদন্তের বিপক্ষে কোর্টে নারাজি দিলে মহামান্য কোর্ট পুনরায় কুড়িগ্রাম সদর থানার ওসি এস.এম আব্দুস সোবহানকে তদন্তের ভার দিলে তিনি স্বাক্ষী এবং এলাকায় না যেয়ে ব্যাংক কর্মকর্তার পক্ষে অদৃশ্য কারণে মনগড়া প্রতিবেদন দাখিল করেন। আমি ন্যায় বিচারের জন্য পুনরায় উচ্চতর তদন্ত দাবি করছি।
সাংবাদিকদের একটি টিম মামলার অন্যতম স্বাক্ষী জাহিদুল ইসলাম, শাহ আলম, মন্টু মিয়া এবং মোজাম্মেল হক বাদশার সাথে কথা বললে তারা বলেন-ওসি সাহেব আামাদের কাছে কোনো কিছু শোনার জন্য কিংবা জানার জন্য আসেন নাই।
মামলার বিবাদী অভিযুক্ত ব্যাংক কমকর্তা ইমতিয়াজ মোনায়েম পারভেজের সাথে কথা হলে তিনি জানান, আপনারা সাংবাদিক, অনেক ক্ষমতা আপনাদের। আপনাদের যা করার আছে তা করেন। এ কথা বলেই ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এস.এম আব্দুস সোবহান জানান, একাধিকবার এলাকায় তদন্তের জন্যে গেলেও মামলার বাদি তদন্ত কাজে আমাকে সহযোগিতা করেন নাই। বিধায় বাদির প্রতিবেশিদের কাছ থেকে শুনে-জেনে সত্যতা যাচাই করে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।