
কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম ঃ
কুড়িগ্রামে মাস ব্যাপি বস্ত্র হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল জলিল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষী করিম, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আহসান হাবীব নীলু প্রমুখ।
পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ফরিদ হোসেন, রংপুর প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্টের চেয়ারম্যান আরিফুল ইসলাম আঙ্গুর, যুবলীগ নেতা সাজু আহমেদ, শামীম আহমেদ, বাবু, মিলন, জহুরুল ইসলাম লিটু, সোহাগের উদ্যোগে মাস ব্যাপি বস্ত্র হস্ত ও কুটির শিল্প মেলার রয়েছে শতাধিক স্টল। মেলায় ঢাকা, চট্রগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা স্টল দেন। মেলাতে ছেলে-মেয়ে, শিশুদের পোষাক, জুতাসহ প্রসাধনী এবং ঘর সাজানো সোপিচ পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীর জন্য খোলা থাকবে।