
রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে ঃ
‘স্কুল ও পরিবারের যৌথ চেষ্টায়, শিক্ষার্থীর জীবন উন্নত হয়’’ এই শ্লোগানকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে টিআইবি ও সচেতন নাগরিক কমিটি সনাক এর উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলার যতিনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
এসএমসি সভাপতি জনাব সচীন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, সনাক সভাপতি এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ, সনাকের শিক্ষা উপ-কমিটির সদস্য সামিউল হক নান্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজল কুমার সরকার, বেলগাছা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে পাশর্^বর্তী আরও ৪টি প্রাথমিক বিদ্যালয়ের মায়েরাসহ ৫ শতাধিক মা’দের প্রাণবন্ত উপস্থিতিতে বিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।