রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকেঃ- কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার দুপুরে সাড়ে ১২টায় জেলা বিএনপি কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জাহাজ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-সভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন খান টিপু, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সম্পাদক হাসান জোবায়ের হিমেল, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা বাতিল, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।