কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম ঃ
বিএনপি’ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মামলার রায় বাতিল ও মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা যুবদল।
রোববার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। পরে জাহাজ মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি রায়হান কবির-এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারন সম্পাদক নাদিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান টিপু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, থানা যুবদলের ফারুক হোসেন, পৌর যুবদলের ইনছান আলী প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে মামলার রায় বাতিল করে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।