রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে ঃ- কুড়িগ্রামে টানা ৫ দিনের শৈত্য প্রবাহে শীত জনিত রোগে গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ শিশু। যাদের অধিকাংশই নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত।
কুড়িগ্রাম সদর হাসপাতাল ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম জানান, সদর হাসপাতালে গত ২৪ ঘন্টায় শীত জনিত রোগে আক্রান্ত ৫৫জন শিশু ভর্তি হয়েছে। শীত জনিত রোগে আক্রান্তদের সার্বিক চিকিৎসা সেবায় আমরা প্রস্তুত আছি।
কুড়িগ্রাম জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থায় কনকনে ঠান্ডা আর উত্তরীয় হিমেল হাওয়ায় কাহিল হয়ে পড়েছে উত্তারে জনপদ কুড়িগ্রামের মানুষ। নদ-নদী বেষ্টিত এ জেলায় দরিদ্র মানুষের সংখ্যা বেশি হওয়ায় গরম কাপড়ের অভাবে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে তারা। বিশেষ করে বিপাকে পড়েছে বৃদ্ধ, শিশুরা ও চরাঞ্চলের মানুষজন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গত বন্যায় ঘর-বাড়ি হারানো ও ক্ষতিগ্রস্থ মানুষেরা। রেহাই পাচ্ছে না গবাদি পশুরাও। অনেকেই খর-কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানার ইউনিয়নের রাঙামাটি গ্রামের আখলি বেগম জানান, গত বন্যায় বাড়ির সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। এখন শীত আসছে কিন্তু গরম কাপড় কেনার সমর্থ নাই। ছোট্ট ছোট্ট সন্তানদের নিয়ে খুব বিপদে আছি।
কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, সরকারিভাবে বরাদ্দকৃত ৫৭ হাজার কম্বলের মধ্যে ৫০ হাজার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। বিতরণ অব্যাহত রয়েছে। অভাবী ও দুস্থদের অগ্রাধিকার ভিত্তিতে এই কম্বল বিতরণ করা হচ্ছে।