রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকে ঃ
কুড়িগ্রামে বেড়েই চলেছে শীতের তীব্রতা। টানা ৩ দিনের শীতে কাবু হয়ে পড়েছে জেলার নি¤œ শ্রেণি পেশার মানুষ। তীব্র শীতে কুড়িগ্রাম হাসপাতালে মীম নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, রাজারহাট উপজেলার বুলবুল নামের এক ব্যক্তি তার ১৫ মাস বয়সী শীতজনিত রোগে আক্রান্ত মেয়েকে বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার অবস্থার আরো অবনতি হলে কিছুক্ষণ পরে শিশুটি মারা যায়।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- শিশুটিকে শেষ মূহুর্তে ভর্তি করা হয়েছিল। সচেতন বাবা-মায়ের উচিত কোন খারাপ পরিস্থিতি দেখলেই সাথে সাথে শিশুকে হাসপাতালে নিয়ে আসা।
হিমালয়ের পাদদেশে অবস্থিত কুড়িগ্রাম জেলা। তীব্র হিমেল হাওয়ায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। অপরদিকে, শীতের কারণে বাড়ছে শিশুদের ঠান্ডাজনিত রোগ-ব্যাধি।
কুড়িগ্রাম ত্রাণ ও পুর্নবাসন কার্যালয় সূত্র জানিয়েছে, চলতি শীত মোকাবেলায় ত্রাণ বিভাগ থেকে ৯ উপজেলায় ৫৭ হাজার কম্বল বিতরণের উদ্দেশ্যে সরবরাহ করা হয়েছে।