কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলামঃ
কুড়িগ্রাম জেলা সাব-রেজিস্ট্রার অফিসের ক্যাশিয়ার মোঃ আবু বক্কর সিদ্দিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালো ব্যাচ ধারণ করেছে অত্র অফিসে কর্মরত এক্সট্রা নকল নবিশ, কর্মকর্তা ও কর্মচারীরা।
জানা গেছে, গত ৩১ জানুয়ারি সন্ত্রাসী নুরন্নবী আকস্মিকভাবে তার দলবল নিয়ে অত্র অফিসের ক্যাশিয়ারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে প্রকাশ্যে লাঞ্চিত করে। এ ঘটনায় অফিসে কর্মরত এক্সট্রা নকল নবিশ, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে সন্ত্রাসীরা পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায়। পরদিন ০১ ফেব্রুয়ারি দুপুর ২টায় অত্র অফিসে কর্মরত এক্সট্রা নকল নবিশ, কর্মকর্তা ও কর্মচারীরা সাব রেজিষ্ট্রার অফিস চত্ত্বরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালো ব্যাচ ধারণ করে। কুড়িগ্রাম এক্সট্রা নকল নবিশ সংগঠনের সভাপতি বলেন-সে এলাকার একজন পেশাদার সন্ত্রাসী। আমরা তার বিচার চাই।
এ ব্যাপারে কুড়িগ্রাম এক্সট্রা নকল নবিশ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রিপন বলেন-আমরা সাব-রেজিস্ট্রার অফিসের ক্যাশিয়ার মোঃ আবু বক্কর সিদ্দিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সন্ত্রাসী হামলার বিচার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সন্ত্রাসী হামলার শিকার জেলা সাব-রেজিস্ট্রার অফিসের ক্যাশিয়ার মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন-কি কারণে আমার উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে তা আমার বোধগম্য নয়। আমি সন্ত্রাসী নুরনবীর শাস্তিমূলক বিচার চাই।
সোমবার সাংবাদিকদের একটি দল তথ্যানুসন্ধানে কুড়িগ্রাম জেলা সাব-রেজিস্ট্রার অফিসে গেলে জেলা সাব-রেজিস্ট্রার অফিসে না থাকায় তার মতামত নেয়া সম্ভব হয় নাই।