১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




কুড়িগ্রামে ২১শে ফেব্রুয়ারির ফুল চুরির অপবাদে স্কুল ছাত্রকে বেদম মারপিট

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০১৮, ২১:৪১ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম থেকেঃ- কুড়িগ্রামে ২১শে ফেব্রুয়ারির ফুল ছেড়ার অপবাদে স্কুল ছাত্রকে বেদম মারপিটের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত যুবক সদর হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছে।
জানা গেছে, ২০ ফেব্রুয়ারি রাত ৯টায় জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট সইতপাতা গ্রামের মহুবর রহমানের পুত্র ১০ম শ্রেণির ছাত্র মেহেদি হাসান মুন্না (১৪) প্রাইভেট শেষে একই গ্রামের আব্দুস সামাদের বাড়ির পাশ দিয়ে যাবার প্রাক্কালে তার পুত্র যুবক জাহেরুল (২৬) বাড়ি থেকে আচমকা বের হয়ে ফুল চুরির অপবাদ দেয়। এতে অস্বীকার করলে মেহেদি হাসান মুন্না কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করলে ওই বাড়ির মালিক আব্দুস সামাদও এসো কিশোর মুন্নাকে বেদম মারপিট করলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে মুন্নার আহত হওয়ার খবরটি তার বাসায় পৌঁছলে তার বাবা-মা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে পল্লি চিকিৎসক দিয়ে চিকিৎসা করলে পরদিন তার অবস্থার অবনতি হলে কুড়িগ্রাম সদর হাসপাতালে ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় তাকে ভর্তি করা হয়। বর্তমানে সে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
কিশোর মেহেদি হাসান মুন্নার পিতা মহুবর রহমান জানান, সামান্য ফুল চুরির অপবাদে আমার ছেলেক অমানুষিক নির্যাতন করা হয়েছে। যা আমি মেনে নিতে পারছি না। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যাপারে রাজারহাট থানার অফিার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, এখন পর্যন্ত আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET